Lead Banner

জানিনা কারা বের করছে, বাট আমি কখনই বলি নাই: রুবেল

13

নিজস্ব প্রতিবেদক: টেস্ট ম্যাচকে গুরুত্ব না দেয়ার অভিযোগ উঠেছে টাইগার দলের অন্যতম পেস বোলার রুবেল হোসেনের বিরুদ্ধে। অভিযোগ মিলে তিনি টেস্ট ম্যাচ খেলতে চান না। তবে এ অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন রুবেল।

আজ বুধবার (৫ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় উক্ত অভিযোগ নিয়ে নানা প্রশ্ন করা হয় রুবেলকে।

এসময় রুবেলের কাছে জানতে চাওয়া হয়, টেস্ট খেলতে না চাওয়ার ব্যাপারটি সত্যি কি না? জবাবে রুবেল বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কথা কারা বের করছে জানি না। আমি টেস্ট খেলতে চাইব না কিসের জন্য। এই ক্রিকেটই আমার রুটি রুজি। এটার ওপরেই আমি চলি। আমার পরিবার চলে। তাই না, এটার সাথে তো আমার চিটিং করার কিছু নেই। আমি জানি না এটা কারা বের করছে, বাট আমি কখনই বলি নাই আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই না।’

এসময় রুবেলেকে প্রশ্ন করা হয়, আন্তর্জাতিক টেস্ট খেলা বাদেও ঘরের মাঠে জাতীয় লিগ, বিসিএল খেলা আছে। এই ধরনের খেলায়ও নাকি বোলিং করতে চান না?

এমন অভিযোগে রুবেল বলেন, ‘না না এধরনের কিছু না। আমি বিসিএলে বোলিং করছি না? ম্যাচ খেলছি তো, আমি টেস্ট যদি ইঞ্জয়ই না করতাম তাহলে আমি এটাকে এড়ায়ে চলে যেতাম। আমি এটার সাথে কখনই চিটিং করি না।’

যেহেতু টেস্ট খেলতে পারেননি তাই ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়ে দিলেন তিনি, ‘আসলে ওইধরনের কোনো কিছু করি নাই। কারণ প্রত্যেকটা ব্যাটসম্যানকে নিয়েই আমাদের দেখতে হয়। আমাদের ভিডিও অ্যানালিস্ট আছে, সে সবার ভিডিও দিয়ে দেয়। ওইরকম আলাদা ভাবে কাউকে দেখা হয় নাই। ওদের টিমে সবাই তো মেইনলি স্ট্রোক খেলতে পছন্দ করে। আমাদের এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।’

প্রসঙ্গত, ঘরের মাঠে সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন না রুবেল। তাই অভিযোগের আঙুলটা তাঁর দিকেই উঠছে বার বার। তবে, ক্যারিবিয়ানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে টাইগারদের ১৬ সদস্যের দলে আছেন তিনি। এছাড়া আগামীকাল বিকেএসপিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। এই ম্যাচে বল করতে পারেন রুবেল।

বীকনবাংলা/ এ এস