Lead Banner

ক্ষমতা কমছে যুক্তরাষ্ট্রের : জাতিসংঘ

4

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বের ঘটনাপ্রবাহে প্রভাব ফেলার সক্ষমতা হারাচ্ছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ‘সফট পাওয়ার’ কমে গেছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পরিবর্তিত এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর নতুন এক চ্যালেঞ্জ হাজির করেছে।

গুতেরেস বলেন, বিশ্বের বেশিরভাগ সমস্যার সমাধান ওয়াশিংটন ছাড়া সম্ভব নয় একারণে আন্তর্জাতিক সম্প্রদায় নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘যুক্তরাষ্ট্র আজ বিভিন্ন ধরনের কয়েকটি সংঘাতে জড়িত-বাণিজ্যিক সম্পর্ক, অন্য পরিস্থিতি জনিত সম্পর্ক-আর এসবের অর্থ হলো কয়েক দশক আগে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমেরিকান সোসাইটি যে মনোযোগ কাড়তে সক্ষম হতো আজ তা পরিষ্কারভাবে কমছে’।

তিনি বলেন, বিশ্ব আজ কয়েকটি ভাগে ভাগ হয়ে পড়েছে আর যুক্তরাষ্ট্রের একক মেরুকরণ থেকে বহু মেরুর দেক ধাবিত হচ্ছে। তবে এসব মেরু এখনও ঠিকমতো গঠিত হয়নি বলেও মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব।

গুতেরেস আরো বলেন, এটা অলঙ্ঘনীয় যে, আন্তর্জাতিক পর্যায়ক্রমে একক রাষ্ট্রীয় নেতৃত্ব আরও আরও বেশি প্রশ্ন তুলবে। যুক্তরাষ্ট্র এবং বাকি বিশ্বকে নতুন এই পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে হবে।

বীকনবাংলা/এইচআর