Lead Banner

আসছে সিয়ামের ‘মন’

8

বিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তি পায় বাংলা চলচ্চিত্র ‘দহন’। মুক্তির পর থেকেই সকলের প্রশংসা কুড়াচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।  তবে এবার ভক্তদের নতুন উপহার দিতে চলেছেন ‘পোড়ামন ২’ খ্যাত এই অভিনেতা। ‘মন’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি অনলাইনে মুক্তি পাবে এমনটাই জানিয়েছেন সিয়াম।

সিয়াম বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পটি ভালো। তবে এ সময় একটি ছবির আলোচনার মধ্যে আরেকটি ছবি আমার জন্য যে খুব ভালো কিছু হবে, ঠিক তা নয়। সামনে নির্বাচন। নতুন কাজ বন্ধ থাকবে। তাছাড়া সামনে আমার নতুন ছবি মুক্তির মধ্যে একটা দীর্ঘ বিরতি থাকবে। ওই ফাঁকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি দিলে ভালো হতো।’

প্রসঙ্গত, গত ঈদে মুক্তি পাওয়া ‘পোড়ামন ২’ ছবিটির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন সিয়াম। ওই ছবিতেই আলোচনায় আসে সিয়াম। পরবর্তীতে রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবিটি তাঁকে করে তুলে আরও জনপ্রিয়। এবারে মুক্তি পেতে চলেছে ‘মন’ নামের স্বল্পদৈর্ঘ্য ছবিটি।

আগামী বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

বীকনবাংলা/ এ এস