Lead Banner

বিয়ের আসরে কেন ভেঙে পড়লেন দীপিকা!

25

বিনোদন প্রতিবেদক: অবশেষে চার হাত এক হল দীপিকা রণবীরের। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ে সারলেও, অন্দরমহলের খবর ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে পড়ছে।

ইতালির লেক কোমোতে বিয়ের অনুষ্ঠানের আগে আয়োজন হয়েছিল সঙ্গীত ও মেহেন্দির। সেই অনুষ্ঠানেই কান্নায় ভেঙে পড়েছিলেন দীপিকা পাডুকোন। এমনই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে।

জানা গিয়েছে, ‘তুনে মারি এনট্রিয়া’ গানে সঙ্গীতানুষ্ঠানে প্রবেশ করেন রণবীর। এরপরে দীপবীর বেশ কিছু পুরনো হিন্দি গানে নাচেন। কিন্তু শুভা মুদগল যখন একটি ঠুংরি গান গাইছিলেন, হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন দীপিকা পাডুকোন। দীপিকার চোখে জল দেখে রণবীর এগিয়ে আসেন আলিঙ্গন করেন। সঙ্গে সঙ্গে চোখ মুছে দীপিকা সামলান নিজেকে এবং হাসেন।

বীকনবাংলা/অমৃ