Lead Banner

কোটি টাকারও বেশি গয়না কিনেছেন দীপিকা

6

বিনোদন ডেস্ক : চলতি বছর জুড়েই বলিউডের হালের জনপ্রিয় অভিনেত্রী দীপিকার পাড়ুকোনের বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। অবশ্য প্রেমিক রণবীর সিংকে বিয়ের ব্যাপারে দেরীতেই স্বীকার করেছেন তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরেই রণবীর সিং দীপিকাকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু দীপিকাই নাকি রাজি ছিলেন না। কারণ পুরনো প্রেমিক রণবীর কাপুরকে মন থেকে মুছে ফেলতে পারছিলেন না নায়িকা। তাইতো রণবীর সিং যতবারই বিয়ের কথা বলতেন দীপিকা পিছিয়ে যেতেন।

অবশেষে রণবীর সিংয়ের সঙ্গে আগামী ১৪ ও ১৫ নভেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। শুরু হয়ে গেছে বিয়ের কেনাকাটাও।

সেই সূত্রেই মুম্বাইয়ের একটি নামী গয়নার দোকানে গিয়েছিলেন দীপিকা। সে কারণে আধ ঘণ্টা আগেই বন্ধ করে দেয়া হয়েছিল দোকান।

ভারতীয় গণমাধ্যমের খবর, দীপিকা অসংখ্য গয়না কিনেছেন বিয়ের জন্য। তার মধ্যে রয়েছে রণবীরের জন্য একটি সোনার চেনও। এর আগে শোনা যায় রণবীর নাকি বিয়েতে সোনার কোনও জিনিস পরবেনই না।

এছাড়া খবর ছড়িয়েছে দীপিকা একটি মঙ্গলসূত্রই কিনেছেন ২০ লাখ রুপি দিয়ে। আর সব মিলিয়ে নাকি এক কোটি টাকারও বেশি গয়না কিনেছেন ‘পদ্মাবত’ছবির এই অভিনেত্রী। এদিকে দীপিকা ভারী গয়না পছন্দ করেন। তাইতো অনেকের ধারণা ঝুমকোও রয়েছে দীপিকার কেনাকাটার তালিকায়।

বীকনবাংলা/এসভি