Lead Banner

সালমানের জন্য দিশা কঠোর অনুশীলন

13

বিনোদন ডেস্ক : বলিউডের সুপার স্টার সালমান খানের সঙ্গে সাধারণত যে নায়িকাই জুটি বাঁধে সে খুব দ্রুত উন্নতির শীর্ষে পৌছে যায়। সম্প্রতি নতুন একটী সিনেমায় ভাইজানের সাথে জুটি বেঁধেছেন দিশা পাটানি।

‘ভারত’ নামক সিনেমায় সালমানের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে দিশাকে। এরই মধ্যে নিজেকে সেভাবেই নাকি প্রস্তুত করছেন দিশা। তিনি নিয়মিত ব্যায়াম করছেন জিমে গিয়ে।

শুধু যে ফিটনেস সচেতন হয়েছেন তা নয়। একই সাথে দিশা অ্যাকশন দৃশ্যের জন্য মারপিটও রপ্ত করছেন। দিশা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার অনুশীলনের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাকে অ্যাকশনের মহড়া নিতে দেখা যায়।

ড্রপ কিকের ভিডিও শেয়ার করে ‘ভারত দ্য ফিল্ম’ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন দিশা। রাকেশ যাদব তাকে অ্যাকশনের প্রশিক্ষণ দিচ্ছেন। দিশা তার ভিডিও পোস্টে যাদবকেও ট্যাগ করেছেন।

যাদবও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিশার বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওগুলোতে দিশাকে অ্যাকশনের প্রশিক্ষণ নিতে দেখা গেছে।

সালমান খানের নতুন সিনেমা ‘ভারত’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দিশাকে দেখা যাবে দেখা যাবে। সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানা যায়। সালমান খান ও ক্যাটরিনা কাইফ শুটিংয়ে অংশ নিয়েছেন।
আলি আব্বাস জাফরের পরিচালনায় সিনেমাটি তৈরি হচ্ছে।

দিশা, সালমান, ক্যাটরিনা ছাড়াও সিনেমাটিতে আরও যারা অভিনয় করেছেন তারা হলেন তাব্বু, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার ও আসিফ শেখ।

 

বীকনবাংলা/শমরিতা