Lead Banner

সিগন্যাল রুমে অগ্নিকাণ্ডে ট্রেন চলাচল ব্যাহত

5

নিজস্ব প্রতিবেদক: কমলাপুর রেল স্টেশনের সিগন্যাল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সন্ধ্যা সাতটা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সন্ধ্যায় কমলপুর রেল স্টেশনের দ্বিতীয় তলার সিগন্যাল রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কমলাপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদারর জানান, রেল স্টেশনের ওপরে একটি স্টোর রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে তদন্ত করে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।

রেলওয়ের পুলিশের এসআই তারেক বলেন, কমলাপুর সিগন্যাল কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন নিভে গেছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, ধোঁয়া দেখে সবাই ছোটাছুটি শুরু করে। তাৎক্ষণিকভাবে চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলা হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।

ডিজিটাল নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার কারণে সব সিস্টেম নষ্ট হওয়ায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ ম্যানুয়ালি হচ্ছে এখন। ফলে শিডিউল বিঘ্নিত হচ্ছে বলেও জানান ওসি ফারুক।