Lead Banner

জেএমবির ইয়ুথ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার

21

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৬ নভেম্বর) সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, রাজধানীর কলাবাগান, বসুন্ধরা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির র‍্যাডিকাল ইয়ুথ গ্রুপের সক্রিয় আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-১ ও র‍্যাব-২ এই অভিযান চালায়। গ্রেফতার আটজনের কাছ থেকে উগ্রবাদী বই, ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি। সোমবার সকাল ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

বীকনবাংলা/এসভি